তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির খাদ্য সামগ্রী বিতরণ
অতনু হাজরা, আউশগ্রাম : করোনা অতিমারিতে গত বছরের মতোই এবছরও সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখা। সংগঠনের জেলা সভাপতি তপন দাসের উদ্যোগে আজ আউশগ্রাম ২ ব্লকের অমরপুর অঞ্চলের হেদোগড়া গ্রামে আদিবাসী সম্প্রদায় ও গরিব অসহায় প্রায় ১৫০ টি পরিবারের হাতে আলু, পেঁয়াজ, মুসুরডাল, সর্ষের তেল, সোয়াবিন, চিনি, সাবান, মাস্ক সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়।
আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্ডার, তৃণমূল কংগ্রেসের আউসগ্রাম ২ ব্লকের কার্যকরী সভাপতি শেখ আব্দুল লালন, এলাকার পঞ্চায়েত প্রধান শেখ এবাদত, শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তপন দাস সহ শুভাশীষ ভট্টাচার্য এবং ওই ব্লকের সংগঠনের শিক্ষকবৃন্দ।
তপন বাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলছেন। তাঁর সৈনিক হিসাবেই আজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার চেষ্টা করা হলো।তিনি সংগঠনের সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান।আগামীতে তাঁদের এই সেবামূলক কর্মসূচি আরও হবে।