Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কোভিড জয় করে ফিরেই সেবার অঙ্গনে বিধায়ক


 

কোভিড জয় করে ফিরেই সেবার অঙ্গনে বিধায়ক



সেখ সামসুদ্দিন, মেমারি : কমিউনিটি কিচেন চালু হলো মেমারিতে। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে বিধায়ক অফিস সংলগ্ন স্থানে এই কমিউনিটি কিচেন আজ থেকে শুরু হয়েছে।। কোভিড জয় করে আজই প্রথম দূরত্ব বিধি মেনে জনসমক্ষে এলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। ফিতে কেটে বুধবার এই কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন বিধায়ক মধুসূদন বাবু। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি ও মাছভাজা। শুরুতে বিধায়ক নিজে হাতে খাবার বিতরণ করেন।




 উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, ফাত্তার কয়াল, স্বপন ঘোষাল সহ মেমারি ১ পঞ্চায়ত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি মহঃ সাজাহান, সন্দীপ পরামানিক, তৃণমূল মাধ‍‍্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, কলানবগ্রাম চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, মেমারি শহর সহসভাপতি আশিষ ঘোষদস্তিদার, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। এদিন দেড় শতাধিক মানুষ দুপুরের আহার করেন। বিধায়ক ঘোষণা করেন এলাকার সমস্ত অঞ্চলে একটি করে রক্তদান শিবির করা হবে। ১৭ জুন গন্তার ১, ২৫ জুন নিমো ১, ২৯ জুন গোপগন্তার ২, ৩ জুলাই আমাদপুর, ৭ জুলাই নিমো ২, ৯ জুলাই দেবীপুর, ১৪ জুলাই দুর্গাপুর, ১৬ জুলাই দলুইবাজার ১ অঞ্চলে বিধায়কের উদ‍্যোগে রক্তদান শিবির করা হবে বলে জানানো হয়।