যুব তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির
সেখ সামসুদ্দিন, মেমারি : করোনা অতিমারি পরিস্থিতিতে রক্তের সংকট নিরসনে উদ্যোগী যুব কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় হচ্ছে রক্ত দান শিবির। মঙ্গলবার মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেবীপুর অঞ্চলের ডিভিসি পাড় প্রাইমারি স্কুলে রক্তদান শিবির আয়োজিত হয়। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য'র নির্দেশিত অঞ্চলভিত্তিক এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। উপস্থিত ছিলেন জেলা, ব্লক, শহর ও অঞ্চলের সর্বস্তরের দলীয় নেতৃত্ব।। এদিন বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রায় ১০০ জন রক্তদান করেন।