চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বামপন্থী ছাত্র-যুবদের বিক্ষোভ


 

বামপন্থী ছাত্র-যুবদের বিক্ষোভ 


অতনু হাজরা, জামালপুর : বামপন্থী ছাত্র-যুব'রা বিক্ষোভ দেখালো জামালপুর থানার সামনে। সকলের জন্য ভ্যাকসিন, গতকাল ছাত্র যুবদের উপর পুলিশের অত্যাচার এবং দেবাঞ্জন দেব ও তার ঘনিষ্টজনদের শাস্তির দাবীতেই বামপন্থী ছাত্র-যুব'রা আন্দোলনে নেমেছে। আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এস এস আই এর জামালপুর ব্লক কমিটি এবং ডি ওয়াই এফ আই সম্মিলিত ভাবে জামালপুর থানায় এফ আই আর দায়ের করার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করলো। জামালপুর থানা মোড় সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচী করা হয়। এখানে বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য চন্দন ভট্টাচার্য। এছাড়াও অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নীলকমল পাল, পীযুষ চক্রবর্তী ও সন্দীপ সাঁতরা। ভোটে শূন্য হয়ে গেলেও বিভিন্ন কর্মসূচী নিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বামেরা।