পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর হারে চিন্তার ভাঁজ
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নামছে। এক মাসের ব্যবধানে সংখ্যা তথ্যের নিরিখে জেলাবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। গত ৬ মে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেদিন পূর্ব বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৯৩ জন। সেখানে গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত ৮১ জন। স্বাভাবিকভাবেই জেলাবাসীর কাছে এই তথ্য অনেকটাই স্বস্তির। তবে সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। গতকালও ৫ জনের মৃত্যু হয়েছিল। বর্ধমান পৌর এলাকায়ও সংক্রমনের হার কমেছে। গত ২৪ ঘন্টায় বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ২০ জন।
গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৮১ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ২০ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ২ জন, গুসকরা পৌর এলাকায় ১ জন, ভাতাড় ব্লকে ২ জন, বর্ধমান ১ ব্লকে ৬ জন, বর্ধমান ২ ব্লকে ২ জন, জামালপুর ব্লকে ১ জন, কালনা ১ ব্লকে ১১ জন, কালনা ২ ব্লকে ৬ জন, কালনা পৌর এলাকায় ৩ জন, কাটোয়া ১ ব্লকে ১ জন, কাটোয়া পৌর এলাকায় ১ জন, মন্তেশ্বর ব্লকে ২ জন, মেমারি পৌর এলাকায় ১ জন, মেমারি ১ ব্লকে ২ জন, মেমারি ২ ব্লকে ৪ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৮ জন, পূর্বস্থলি ২ ব্লকে ১ জন, রায়না ১ ব্লকে ১ জন, রায়না ২ ব্লকে ১ জন এবং অন্য জেলা থেকে আসা ৫ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্যই এটা সম্ভব হয়েছে। সকলের কাছে অনুরোধ এখনও সাবধানে থাকুন। রাজ্য সরকারের বিধিনিষেধের সঙ্গে কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলুন।