Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির


 

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির


কাজল মিত্র, রূপনারায়ণপুর : রক্ত দিলেন প্রাথমিক শিক্ষকরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রূপনারায়ানপুরে এক বেসরকারি ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার আয়োজিত এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হিমাদ্রি শেখর পাত্র, সালানপুর ব্লকের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, চিত্তরঞ্জন সার্কেল সভাপতি বিপ্লব মন্ডল সহ অনেকে। এদিন প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে হয় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয় । পরে জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ সঞ্জিত চ্যাটার্জি'র তত্ত্বাবধানে প্রায় ২৭ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন। সকল রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়া সকলকে পুষ্টিকর খাবারও দেওয়া হয়েছিল। 




পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র বলেন, রক্তদান করা অত্যন্ত প্রশংসনীয় কাজ তাছাড়া করোনা মহামারীর কারনে আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত শূন্যতা বেড়েছে। তাই আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রতিটি জায়গায় এই রক্তদান শিবির করা হচ্ছে।