Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


 

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


পাপাই সরকার, বর্ধমান : শহর বর্ধমানে জি টি রোডের উপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বিঘ্নিত। বর্ধমানের তিনকোনিয়া এলাকার ঘটনা। কার্জনগেট এলাকা থেকে স্টেশনের দিকে যাওয়ার পথেই একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকেই বৃষ্টির ফলেই গাছ ভেঙে পড়েছে। এরফলে বিদ্যুতের খুঁটিও কাত হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও চটজলদি এসে পৌঁছায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে আসে।


আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে। 

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির ফলে এই কৃষ্ণচূড়া গাছটি রাস্তার উপর ভেঙে পড়েছে।