Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


 

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


পাপাই সরকার, বর্ধমান : শহর বর্ধমানে জি টি রোডের উপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বিঘ্নিত। বর্ধমানের তিনকোনিয়া এলাকার ঘটনা। কার্জনগেট এলাকা থেকে স্টেশনের দিকে যাওয়ার পথেই একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকেই বৃষ্টির ফলেই গাছ ভেঙে পড়েছে। এরফলে বিদ্যুতের খুঁটিও কাত হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও চটজলদি এসে পৌঁছায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে আসে।


আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে। 

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির ফলে এই কৃষ্ণচূড়া গাছটি রাস্তার উপর ভেঙে পড়েছে।