গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ
পাপাই সরকার, বর্ধমান : শহর বর্ধমানে জি টি রোডের উপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বিঘ্নিত। বর্ধমানের তিনকোনিয়া এলাকার ঘটনা। কার্জনগেট এলাকা থেকে স্টেশনের দিকে যাওয়ার পথেই একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকেই বৃষ্টির ফলেই গাছ ভেঙে পড়েছে। এরফলে বিদ্যুতের খুঁটিও কাত হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও চটজলদি এসে পৌঁছায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে আসে।
আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে।
স্থানীয়রা জানান, অতিবৃষ্টির ফলে এই কৃষ্ণচূড়া গাছটি রাস্তার উপর ভেঙে পড়েছে।