গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


 

গাছ ভেঙে পড়ে জি টি রোড অবরুদ্ধ


পাপাই সরকার, বর্ধমান : শহর বর্ধমানে জি টি রোডের উপর গাছ ভেঙে পড়ে যান চলাচল বিঘ্নিত। বর্ধমানের তিনকোনিয়া এলাকার ঘটনা। কার্জনগেট এলাকা থেকে স্টেশনের দিকে যাওয়ার পথেই একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। শনিবার সকাল থেকেই বৃষ্টির ফলেই গাছ ভেঙে পড়েছে। এরফলে বিদ্যুতের খুঁটিও কাত হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরাও চটজলদি এসে পৌঁছায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশও ঘটনাস্থলে আসে।


আপদকালীন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে। 

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির ফলে এই কৃষ্ণচূড়া গাছটি রাস্তার উপর ভেঙে পড়েছে।




Post a Comment

0 Comments