আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ গঠন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ গঠন


 

আসন্ন বাজেট অধিবেশনেই বিধান পরিষদ গঠন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিধান পরিষদ গঠনে রাজ্য সরকার বিশেষ ভাবে সচেষ্ট। আগামী ৬ জুলাই বিধানসভার বাজেট অধিবেশনে বিধান পরিষদ গঠন সম্পর্কিত অ্যাডহক কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে চলেছে। সোমবার সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ২০১১ সালে বিধানসভায় রাজ্যে বিধান পরিষদ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। এই বিষয়ে একটি অ্যাডহক কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটির সদস্যদের রিপোর্টের ভিত্তিতেই এবারের বিধানসভা অধিবেশনে আলোচনা হবে।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সেই অধিবেশনে বিধান পরিষদ গঠনের বিষয়ে আলোচনা হতে চলেছে। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে ২ জুলাই এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ৭ জুলাই বাজেট পেশ হবে। ৮ জুলাই বিধান পরিষদ গঠনে সিদ্ধান্ত গ্রহন। তার আগে সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল।

শাসক দলের বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, সন্ধ্যারাণী টুডু ও নির্মল ঘোষ।

অন্যদিকে বিজেপির বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ টিগ্গা, সুদীপ মুখার্জি, মিহির গোস্বামী, অম্বিকা রায়, বিমান ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এলেও বৈঠকে অনুপস্থিত ছিলেন।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিধানসভার রীতিনীতি মেনেই সকল সদ্স্য সুষ্ঠু ভাবে অধিবেশন পরিচালনায় যাতে অংশ নেন সেই বার্তাই আজকের বৈঠক থেকে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।






Post a Comment

0 Comments