Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনায় বরাত জোরে রক্ষা পেল দোতলা বাড়ি, ঘটনাস্থলে খালাসির মৃত্যু


 

সড়ক দুর্ঘটনায় বরাত জোরে রক্ষা পেল দোতলা বাড়ি, ঘটনাস্থলে খালাসির মৃত্যু


কাজল মিত্র, সালানপুর : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লরির খালাসির। তবে ভয়াবহ এই ঘটনায় বরাত জোরে রক্ষা পেল রাস্তার ধারের একটি বাড়ি। সালানপুর থানার কালিতলা মোড় সংলগ্ন আসানসোল চিত্তরঞ্জন রোডের ঘটনা। মঙ্গলবার রাতে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাচ্যুত হয়। লরির কন্টেনার বডি থেকে চালক-খালাসির কেবিন রুম বিচ্ছিন্ন হয়ে যায়। যার জেরেই বিপত্তি। লরির কন্টেনার বডি একটি দোতলা বাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়ে।




 অল্পের জন্য রক্ষা পায় বাড়িটি। তা নাহলে বাড়ির মানুষজনেরও জীবন সংশয়ের সম্ভাবনা ছিল। তবে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই খালাসির মৃত্যু হয়েছে। চালক বেপাত্তা। সালানপুর থানার পুলিশ এসে খালাসির মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। লরিটি ঝাড়খণ্ড থেকে আসছিলো বলে পুলিশ জানা গেছে।