হাসপাতালের জানালা ভেঙে দুটি কম্পিউটার সহ জরুরি সামগ্রী চুরি
কাজল মিত্র, সালানপুর : হাসপাতাল থেকে চুরি হয়ে গেল কম্পিউটার সহ প্রয়োজনীয় সামগ্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত কাল্যা পঞ্চায়েতের ডাবর স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে যে ডাবর স্বাস্থ্য কেন্দ্রের একটি রুমে ব্লক দপ্তরের উদ্যোগে বাংলার সহায়তা কেন্দ্র করা হয়েছিল। যেখানে মানুষের সুবিধা অসুবিধার জন্যে প্রতিটি পঞ্চায়েতের পঞ্চায়েত কক্ষ কিংবা স্বাস্থ্য কেন্দ্রগুলির একটি কক্ষ নিয়ে এই সহায়তা কেন্দ্র গুলি শুরু হয়েছিল। তাই এই স্বাস্থ্য কেন্দ্রেও একটি সহায়তা কেন্দ্র ছিল যেখানে দুটি কম্পিউটার সহ কিছু জরুরি সামগ্রী ছিল। যা রবিবার রাতে ওই সহায়তা কেন্দ্রের জানালা ভেঙে চোরের দল সব কিছু নিয়ে পালায়। যার মধ্যে যাবতীয় তথ্য ছিল বলে মনে করা হচ্ছে।
এবিষয়ে সালানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অদিতি বসু জানান, তিনি চুরির খবর পেয়েছেন। তবে যেটুকু খবর পেয়েছেন সেখানে দুটি সিপিইউ, দুটি মনিটর, দুটি ইউপিএস, দুটি কীবোর্ড সহ আরো কিছু সামগ্রী নিয়ে পালায় চোরের দল। তবে তিনি চুরির খবর পাওয়ার পরই সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। খবর পেয়ে রূপনারায়ানপুর পুলিশ সন্দেহ জনক ভাবে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।