Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ধর্মরাজের নতুন মন্দিরে দেবতার পুনঃপ্রতিষ্ঠা


 

ধর্মরাজের নতুন মন্দিরে দেবতার পুনঃপ্রতিষ্ঠা 


 সংবাদ প্রভাতী ডিজিটাল ডেস্ক : সংস্কারের পর জাঁকজমকপূর্ণ ভাবে ধর্মরাজের নতুন মন্দিরে দেবতাকে পুনঃপ্রতিষ্ঠা করা হল। আর এই অনুষ্ঠান ঘিরে সোমবার মেতে উঠলেন আউশগ্রামের আলিগ্রামের বাসিন্দারা। এদিন সকালের দিকে বেশ কয়েকজন পুরোহিত মিলে মন্দিরে হোম যজ্ঞ শুরু করেন। তারপর মন্দিরের বারোমাসের পুরোহিতের বাড়ি থেকে ধর্মরাজের বিগ্রহটিকে এনে নব নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে আরও দুটি ঘরে আলাদা আলাদা ভাবে রাধামাধব ও শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়। 


অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী শেখ সালেখ রহমান, অরূপ সরকার ও প্রশান্ত গোস্বামী। জানা গিয়েছে, বছর খানেক ধরে মন্দির নির্মাণের কাজ চলছিলো। সেজন্য পুরোহিতের বাড়িতেই রাখা হয়েছিল ধর্মরাজের বিগ্রহটি। প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি নব নির্মিত মন্দিরে এদিন নিয়ম মেনে পুনরায় বিগ্রহটিকে প্রতিষ্ঠা করা হল। এতে খুশি সকল গ্রামবাসী।