ধর্মরাজের নতুন মন্দিরে দেবতার পুনঃপ্রতিষ্ঠা
সংবাদ প্রভাতী ডিজিটাল ডেস্ক : সংস্কারের পর জাঁকজমকপূর্ণ ভাবে ধর্মরাজের নতুন মন্দিরে দেবতাকে পুনঃপ্রতিষ্ঠা করা হল। আর এই অনুষ্ঠান ঘিরে সোমবার মেতে উঠলেন আউশগ্রামের আলিগ্রামের বাসিন্দারা। এদিন সকালের দিকে বেশ কয়েকজন পুরোহিত মিলে মন্দিরে হোম যজ্ঞ শুরু করেন। তারপর মন্দিরের বারোমাসের পুরোহিতের বাড়ি থেকে ধর্মরাজের বিগ্রহটিকে এনে নব নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে আরও দুটি ঘরে আলাদা আলাদা ভাবে রাধামাধব ও শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী শেখ সালেখ রহমান, অরূপ সরকার ও প্রশান্ত গোস্বামী। জানা গিয়েছে, বছর খানেক ধরে মন্দির নির্মাণের কাজ চলছিলো। সেজন্য পুরোহিতের বাড়িতেই রাখা হয়েছিল ধর্মরাজের বিগ্রহটি। প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি নব নির্মিত মন্দিরে এদিন নিয়ম মেনে পুনরায় বিগ্রহটিকে প্রতিষ্ঠা করা হল। এতে খুশি সকল গ্রামবাসী।