সাংবাদিকদের কোভিড সুরক্ষা সামগ্রী দিল জেলা পরিষদ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সাংবাদিকদের কোভিড সুরক্ষা সামগ্রী দিল জেলা পরিষদ


 

সাংবাদিকদের কোভিড সুরক্ষা সামগ্রী দিল জেলা পরিষদ



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কর্মরত সাংবাদিকদের কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান করলো পূর্ব বর্ধমান জেলা পরিষদ। বৃহস্পতিবার এই উপলক্ষে জেলা পরিষদের অঙ্গীকার হলে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামানিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মিঠু মাঝি, মহঃ ইসমাইল, মাম্পি রুদ্র প্রমুখ। এদিন জেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।




অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামানিক ও কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রথম সারির কোভিড যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সাংবাদিক, চিত্র সাংবাদিকরাও অতিমারি পরিস্থিতিতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদ তাদের পাশে আছে। তাই আজ সামান্য কোভিড সুরক্ষা সামগ্রী তুলে দিয়ে সাংবাদিকদের সম্মানিত করা হলো।




Post a Comment

0 Comments