Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পুলিশ অফিসারের মহানুভবতা


 

পুলিশ অফিসারের মহানুভবতা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশ অফিসারের মহানুভবতায় খুশি এলাকার মানুষজন। শক্তিগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিনয় কুমার ঘোষ। তাঁর মানবিকতা প্রায়ই মানুষ দেখতে পায়। গতবছর আমফান ঝড়ের পরে বিনয় বাবু তাঁর নিজের একমাসের পারিশ্রমিক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন। এছাড়াও গত বছর লকডাউনে এবং চলতি লকডাউনেও বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি সহ অন্যান্য মানবিক কর্মসূচিতে সামিল থেকেছেন তিনি। বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে চলতি লকডাউনে ত্রাণ বিলি, শক্তিগড় স্টেশনে রান্না করা খাবার বিলি, যশ ঘূর্নিঝড়ে সরকারি আশ্রয় শিবিরে থাকা মানুষদের খাবার বিলি ও ৫ টি অক্সিজেন সিলিন্ডার কেনা ও একজন বিবাহযোগ্য কণ্যার বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত সমস্ত খরচের দায়িত্ব বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে বিনয় কুমার ঘোষ তাঁর সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আবারও শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস এর উপস্থিতিতে এএসআই বিনয় বাবু বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ এর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন। 

এ প্রসঙ্গে বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ বলেন, এখনও মানবতা বেঁচে আছে, পুলিশও সমাজের বন্ধু। শুধু নিরাপত্তা দেওয়াটাই শেষ কথা নয়। বিনয়বাবু আবারও প্রমান করলেন, সমাজের জন্য কিছু করার আগ্রহ বা ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। সম্পাদক আরও জানান, কিশোর সংঘের সদস্যরা তাঁর মহানুভবতায় আপ্লুত। তাঁরা সকলেই বিনয়বাবুর সুস্থ দীর্ঘ জীবন কামনা করছেন।