Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশ অফিসারের মহানুভবতা


 

পুলিশ অফিসারের মহানুভবতা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশ অফিসারের মহানুভবতায় খুশি এলাকার মানুষজন। শক্তিগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিনয় কুমার ঘোষ। তাঁর মানবিকতা প্রায়ই মানুষ দেখতে পায়। গতবছর আমফান ঝড়ের পরে বিনয় বাবু তাঁর নিজের একমাসের পারিশ্রমিক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন। এছাড়াও গত বছর লকডাউনে এবং চলতি লকডাউনেও বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি সহ অন্যান্য মানবিক কর্মসূচিতে সামিল থেকেছেন তিনি। বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে চলতি লকডাউনে ত্রাণ বিলি, শক্তিগড় স্টেশনে রান্না করা খাবার বিলি, যশ ঘূর্নিঝড়ে সরকারি আশ্রয় শিবিরে থাকা মানুষদের খাবার বিলি ও ৫ টি অক্সিজেন সিলিন্ডার কেনা ও একজন বিবাহযোগ্য কণ্যার বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত সমস্ত খরচের দায়িত্ব বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে বিনয় কুমার ঘোষ তাঁর সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আবারও শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস এর উপস্থিতিতে এএসআই বিনয় বাবু বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ এর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন। 

এ প্রসঙ্গে বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ বলেন, এখনও মানবতা বেঁচে আছে, পুলিশও সমাজের বন্ধু। শুধু নিরাপত্তা দেওয়াটাই শেষ কথা নয়। বিনয়বাবু আবারও প্রমান করলেন, সমাজের জন্য কিছু করার আগ্রহ বা ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। সম্পাদক আরও জানান, কিশোর সংঘের সদস্যরা তাঁর মহানুভবতায় আপ্লুত। তাঁরা সকলেই বিনয়বাবুর সুস্থ দীর্ঘ জীবন কামনা করছেন।