পুলিশ অফিসারের মহানুভবতা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পুলিশ অফিসারের মহানুভবতা


 

পুলিশ অফিসারের মহানুভবতা



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশ অফিসারের মহানুভবতায় খুশি এলাকার মানুষজন। শক্তিগড় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিনয় কুমার ঘোষ। তাঁর মানবিকতা প্রায়ই মানুষ দেখতে পায়। গতবছর আমফান ঝড়ের পরে বিনয় বাবু তাঁর নিজের একমাসের পারিশ্রমিক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলেন। এছাড়াও গত বছর লকডাউনে এবং চলতি লকডাউনেও বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি সহ অন্যান্য মানবিক কর্মসূচিতে সামিল থেকেছেন তিনি। বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে চলতি লকডাউনে ত্রাণ বিলি, শক্তিগড় স্টেশনে রান্না করা খাবার বিলি, যশ ঘূর্নিঝড়ে সরকারি আশ্রয় শিবিরে থাকা মানুষদের খাবার বিলি ও ৫ টি অক্সিজেন সিলিন্ডার কেনা ও একজন বিবাহযোগ্য কণ্যার বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত সমস্ত খরচের দায়িত্ব বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে বিনয় কুমার ঘোষ তাঁর সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ আবারও শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস এর উপস্থিতিতে এএসআই বিনয় বাবু বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ এর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন। 

এ প্রসঙ্গে বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ বলেন, এখনও মানবতা বেঁচে আছে, পুলিশও সমাজের বন্ধু। শুধু নিরাপত্তা দেওয়াটাই শেষ কথা নয়। বিনয়বাবু আবারও প্রমান করলেন, সমাজের জন্য কিছু করার আগ্রহ বা ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। সম্পাদক আরও জানান, কিশোর সংঘের সদস্যরা তাঁর মহানুভবতায় আপ্লুত। তাঁরা সকলেই বিনয়বাবুর সুস্থ দীর্ঘ জীবন কামনা করছেন।




Post a Comment

0 Comments