আগ্নেয়াস্ত্র সহ ৬ ডাকাত গ্রেপ্তার
কাজল মিত্র, সালানপুর : ডাকাতির পরিকল্পনাকে বানচাল করে দিয়ে সশস্ত্র ছয় জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। জানা গেছে, শুক্রবার রাতে রূপনারায়ানপুর হিন্দুস্থান কেবলস এর পাশেই
মালবহাল ফুটবল মাঠের কাছে একদল দুষ্কৃতি জড়ো হয়ে ডাকাতির এক কষছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ৬ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। তবে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃতদের কাছে থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ধারালো ভোজালি, লোহার রড। ধৃতদের নাম গণেশ ধীবর, রামেশ্বর দাস, সমীর বাউরি, গোপী বাদ্যকর, পাপ্পু পোদ্দার ও লক্ষীকান্ত বাউরি। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের জেরায় তারা স্বীকার করে যে, তারা ওইদিন রাতে এলাকায় ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিলো। পুলিশ জানায়, ধৃতদের তিনদিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ বাকিদের ধরতে সচেষ্ট রয়েছে।