Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১ জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়লো, কিছু ক্ষেত্রে শিথিল


 

জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়লো, কিছু ক্ষেত্রে শিথিল


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমছে। এই অবস্থায় রাজ্যে ১৬ জুন থেকে বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। সরকারি অফিস ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বেসরকারি সংস্থা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করা হয়েছে।

বেসরকারি সংস্থার অফিস ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে। গণপরিবহনের ক্ষেত্রে স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া বন্ধই থাকছে অন্যান্য যান চলাচল। তবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। দোকান বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত। অন্যান্য দোকান খোলা থাকতে পারে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকতে পারে রেস্তোরাঁ বার হোটেল ইত্যাদি। তবে আগের মতোই রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কড়া বিধিনিষেধ বহাল থাকবে। জরুরি পরিষেবা ছাড়া রাতে রাস্তায় বেরোনো যাবে না। টিকাকরণ হয়ে থাকলে তবেই প্রাতঃভ্রমণের জন্য পার্কে ঢোকার অনুমতি দেওয়া হবে।

অন্যদিকে সিনেমা এবং সিরিয়ালের শুটিং এর ক্ষেত্রে ইউনিট পিছু ৫০ শতাংশ অভিনেতা কর্মী নিয়ে শুটিং এর অনুমতি দেওয়া যেতে পারে।