Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৪৫ বছরে স্বপ্নপূরণ, দক্ষিণেশ্বরের আদলে কালী মন্দির প্রতিষ্ঠা


 

৪৫ বছরে স্বপ্নপূরণ, দক্ষিণেশ্বরের আদলে কালী মন্দির প্রতিষ্ঠা


আনোয়ার আলি, সুরাত : নিজের জন্মভূমি বাংলা থেকে কর্মভূমি গুজরাতের সুরাত শহরে ৪৫ বছর আগে কয়েকজন বাঙালি মিলে স্বপ্ন দেখেছিল কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে একটি মন্দির প্রতিষ্ঠার। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ সুরাতে বসবাসকারী বাঙালি স্বর্ণকার সমাজ ও অন্যান্য বাঙালিদের প্রচেষ্টায় সেই স্বপ্ন পূরণ হয়েছে।



১৬ জুন গুজরাতের সুরাত শহরের পিপলোদ এলাকায় শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের প্রতিষ্ঠা সংকল্প পূজা অনুষ্ঠিত হলো। আজ দক্ষিণেশ্বর রুপী মা কালীর প্রাণ প্রতিষ্ঠার পূজা।


বাঙালি জুয়েলারি  সমাজ দ্বারা পরিচালিত শ্রী শ্রী কালীমাতা মহিমা মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কারণে গুজরাত সরকার নির্দেশিত সামাজিক স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করা হচ্ছে।