চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

এক রাতের বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল রমনাবাগানের প্রাচীর


 

এক রাতের বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল রমনাবাগানের প্রাচীর



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দমকা হাওয়া ও একরাতের বৃষ্টিতেই ভেঙ্গে পড়ল রমনাবাগান মিনি জু'র বিস্তীর্ণ এলাকার প্রাচীর। রমনাবাগানের পেছনের দিকে অর্থাৎ পূর্বদিকের গেট সংলগ্ন প্রাচীর ভেঙে পড়েছে। ফলে উন্মুক্ত হয়ে পড়েছে রমনাবাগান এলাকা। এই রমনাবাগান এর প্রাচীর ভেঙে পড়া নিয়ে স্থানীয় জনমানুষে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

 অনেকেই বলছেন উপযুক্ত সরঞ্জাম দিয়ে তৈরি না করার ফলেই এই প্রাচীরটি ভেঙে পড়েছে। বর্তমানে রমনাবাগান অভয়ারণ্য বাঘ, হরিণ, ভালুক, ময়ূর, কুমির, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, পাখি সহ অনেক রকম জীবজন্তু আছে। রমনাবাগান মিনি জু'র প্রাচীর ভেঙে পড়ায় ভেতরে থাকা জীবজন্তুদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


           প্রাচীর ভেঙে পড়ার ভিডিও দেখতে ক্লিক করুন