আয়কর রিটার্ন সমস্যায় শিক্ষক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

আয়কর রিটার্ন সমস্যায় শিক্ষক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক


 

আয়কর রিটার্ন সমস্যায় শিক্ষক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক


অতনু হাজরা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ডি আই অফিস থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। ১ জুন পাঠানো ওই মেইলে বলা হয়েছিল শিক্ষকরা ১২ মাসের বেতন পেলেও তাঁদের ১৩ মাসের বেতন দেখিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং তা জুন মাসের ১০ তারিখের মধ্যেই। এই নিয়ে শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রসঙ্গত গত বছরও এই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।১৩ মাসের ট্যাক্স দিতে হয়েছিল জেলার শিক্ষকদের। সেবারেও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তপন দাসের উদ্যোগে ট্রেজারি অফিসে ব্যাপারটি মেটানো হয়েছিল। এবছরও একই অবস্থা হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন দাস জেলা সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধারার সাহায্যে জেলা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে নিয়ে একটি বৈঠক করেন।


 তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তপন দাসকে জেলাশাসক জানান অন্যান্য জেলা গুলো দেখা হবে কি করছে তারা। সেখানে যদি ১২ মাসের আয়কর নেওয়া হয় তাহলে এই জেলাতেও তাই হবে।তাঁর এই কথা মেনে নেন তপনবাবু। ডি আই জানান যে আয়কর রিটার্ন ১০ তারিখের পরে দিলেও হবে। তপন বাবু জানান, শিক্ষক- শিক্ষিকাদের নানা সমস্যা মেটানোই তো সংগঠনের কাজ। তিনি বলেন, আজ বৈঠক করার পর তিনি এবিষয়ে একটি দরখাস্ত ডি এম, এ ডি এম এডুকেশন ও ডি আই-কে জমা দিয়েছেন। তপন বাবুর এই কাজে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জেলার শিক্ষক- শিক্ষিকারা।




Post a Comment

0 Comments