Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আয়কর রিটার্ন সমস্যায় শিক্ষক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক


 

আয়কর রিটার্ন সমস্যায় শিক্ষক সংগঠনের সঙ্গে প্রশাসনের বৈঠক


অতনু হাজরা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ডি আই অফিস থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। ১ জুন পাঠানো ওই মেইলে বলা হয়েছিল শিক্ষকরা ১২ মাসের বেতন পেলেও তাঁদের ১৩ মাসের বেতন দেখিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং তা জুন মাসের ১০ তারিখের মধ্যেই। এই নিয়ে শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রসঙ্গত গত বছরও এই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।১৩ মাসের ট্যাক্স দিতে হয়েছিল জেলার শিক্ষকদের। সেবারেও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তপন দাসের উদ্যোগে ট্রেজারি অফিসে ব্যাপারটি মেটানো হয়েছিল। এবছরও একই অবস্থা হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন দাস জেলা সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধারার সাহায্যে জেলা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে নিয়ে একটি বৈঠক করেন।


 তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তপন দাসকে জেলাশাসক জানান অন্যান্য জেলা গুলো দেখা হবে কি করছে তারা। সেখানে যদি ১২ মাসের আয়কর নেওয়া হয় তাহলে এই জেলাতেও তাই হবে।তাঁর এই কথা মেনে নেন তপনবাবু। ডি আই জানান যে আয়কর রিটার্ন ১০ তারিখের পরে দিলেও হবে। তপন বাবু জানান, শিক্ষক- শিক্ষিকাদের নানা সমস্যা মেটানোই তো সংগঠনের কাজ। তিনি বলেন, আজ বৈঠক করার পর তিনি এবিষয়ে একটি দরখাস্ত ডি এম, এ ডি এম এডুকেশন ও ডি আই-কে জমা দিয়েছেন। তপন বাবুর এই কাজে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জেলার শিক্ষক- শিক্ষিকারা।