Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির


 

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির 


কাজল মিত্র, জামুড়িয়া : করোনা অতিমারি পরিস্থিতিতে হাসপাতালে রক্ত সংকট নিরসনে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠন। বুধবার জামুড়িয়া বিধানসভার মন্ডলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক অজয় পাল, এসআই অভিজিৎ মন্ডল, শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র সহ শিক্ষক সমিতির সদস্য শেখ উজ্জ্বল, সাধন রায়, রাখি কর্মকার, বকুল মন্ডল এবং অন্যান্য সদস্যরা। 




এসআই অভিজিৎ মন্ডল জানান, করোনা মহামারীর সময় রক্তের সঙ্কট রয়েছে। তাই আজকে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর সহায়তায় করনার সমস্ত সরকারি নিয়ম মেনেই এই রক্তদান শিবির আয়োজিত হয়। আজকের এই রক্তদান শিবির থেকে ৩৫ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আরো এজাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।