Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বছরে ১০ হাজার টাকা পাবেন


 

বছরে ১০ হাজার টাকা পাবেন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কৃষক বন্ধুদের জন্য সুখবর। এবার থেকে বছরে পাবেন ১০ হাজার টাকা। না, কোন গল্প কথা নয়। নির্বাচনী প্রতিশ্রুতি মত কথা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিকে আরো লাভজনক জীবিকায় পরিণত করার উদ্দেশ্যে আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শুভ সূচনা করলেন নতুন কৃষক বন্ধু প্রকল্পের। মুখ্যমন্ত্রী এদিন ট্যুইট করে বলছেন, আমি ঘোষণা করে খুশি যে পশ্চিমবঙ্গের সকল কৃষক এবং ভাগ-ফসল চাষীদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা দ্বিগুণ করে কৃষকবন্ধু প্রকল্পটি পুনরায় চালু করা হলো।



এই প্রকল্পে নথিভূক্ত সকল কৃষক ও ভাগচাষী বছরে সর্বাধিক আর্থিক সহায়তা পরিমাণ দ্বিগুণ করা হলো অর্থাৎ আগে যারা ৫ হাজার টাকা পেতেন এখন সেই কৃষক বন্ধুরা বছরে ১০ হাজার টাকা করে পাবেন এছাড়া ভাগচাষীরাও বছরে ৪ হাজার টাকা করে পাবেন। এই আর্থিক সহায়তা খরিপ ও রবি মৌসুমের শুরুতে বছরে দুটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে পৌছে যাবে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পে মৃত্যুজনিত সহায়তার ব্যবস্থা রয়েছে। ১৮ থেকে ৬০ বছর বয়সি কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

তাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, যারা এখনও নথিভূক্ত হননি, তারা নিজ ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গ সরকার কৃষকের সাথে এবং কৃষকের পাশে রয়েছে।