Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে ডিসেস্টার মানেজমেন্ট টিম


 

নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে ডিসেস্টার মানেজমেন্ট টিম


কাজল মিত্র, কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত রামনগর সেল কয়লা খনির বেসরকারি নিরাপত্তা কর্মী শুক্রবার ডিউটি করে বৃষ্টির মধ্যে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। প্রায় ৩৫ ঘন্টা হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশ প্রশাসন গতকাল থেকে চারিদিকে তল্লাসি চালাচ্ছেন। বরাকর মাড়োয়ারি ঘাটের নদী পথে ডিসেস্টার ম্যানেজম্যান্ট গ্রুপের সদস্যরা খোঁজ চালাচ্ছেন। শনিবার সকালে রামনগরের ব্রীজের নীচ থেকে উদ্ধার হয় তার সাইকেলটি। সহকর্মীর কাছ থেকে জানা যায় নিখোঁজ নিরাপত্তা কর্মীর নাম মনোজ কুমার দাস(৫৬)। তিনি কুলটি কলেজ মোড়ের রামকৃষ্ণ সরণির বাসিন্দা। 


স্থানীয় মানুষজনের অনুমান গতকাল  ওই নিরাপত্তা কর্মী ডিউটি থেকে কুলটিতে বাড়ি ফেরার সময় রামনগর পাথরখাদান হয়ে ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় সাইকেল সহ তলিয়ে যায়। জলের স্রোত বেশি থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে রামনগর ব্রীজের নিচ থেকে সাইকেলটি উদ্ধার হয় কিন্তু নিখোঁজ মনোজ কুমার দাসকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। রামনগর ব্রীজের নীচ থেকে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ সাইকেল উদ্ধার করে।সাইকেলটি নিখোঁজ মনোজ কুমার দাসের বলে সনাক্ত করে পরিবার সদস্যরা।