নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে ডিসেস্টার মানেজমেন্ট টিম

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে ডিসেস্টার মানেজমেন্ট টিম


 

নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে ডিসেস্টার মানেজমেন্ট টিম


কাজল মিত্র, কুলটি : পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত রামনগর সেল কয়লা খনির বেসরকারি নিরাপত্তা কর্মী শুক্রবার ডিউটি করে বৃষ্টির মধ্যে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়। প্রায় ৩৫ ঘন্টা হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। যদিও পুলিশ প্রশাসন গতকাল থেকে চারিদিকে তল্লাসি চালাচ্ছেন। বরাকর মাড়োয়ারি ঘাটের নদী পথে ডিসেস্টার ম্যানেজম্যান্ট গ্রুপের সদস্যরা খোঁজ চালাচ্ছেন। শনিবার সকালে রামনগরের ব্রীজের নীচ থেকে উদ্ধার হয় তার সাইকেলটি। সহকর্মীর কাছ থেকে জানা যায় নিখোঁজ নিরাপত্তা কর্মীর নাম মনোজ কুমার দাস(৫৬)। তিনি কুলটি কলেজ মোড়ের রামকৃষ্ণ সরণির বাসিন্দা। 


স্থানীয় মানুষজনের অনুমান গতকাল  ওই নিরাপত্তা কর্মী ডিউটি থেকে কুলটিতে বাড়ি ফেরার সময় রামনগর পাথরখাদান হয়ে ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় সাইকেল সহ তলিয়ে যায়। জলের স্রোত বেশি থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে রামনগর ব্রীজের নিচ থেকে সাইকেলটি উদ্ধার হয় কিন্তু নিখোঁজ মনোজ কুমার দাসকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। রামনগর ব্রীজের নীচ থেকে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ সাইকেল উদ্ধার করে।সাইকেলটি নিখোঁজ মনোজ কুমার দাসের বলে সনাক্ত করে পরিবার সদস্যরা।




Post a Comment

0 Comments