বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু


 

বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দুপুর থেকেই আকাশে মেঘ জমতে থাকে তারপরই শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এই বজ্রপাতই জামালপুরে ৪ জনের প্রাণ কেড়ে নিলো। পাড়াতল ১ নং অঞ্চলের মহিন্দর গ্রামের আদির মালিক (৪৩) মাঠে থাকা কালীন বজ্রপাতে মারা যান। এছাড়াও জোতশ্রীরাম অঞ্চলের জোতশ্রীরাম গ্রামের শম্ভু চরণ দাস (৫৬) বজ্রাঘাতে মারা যান তখন তিনি মাঠে কাজ করছিলেন। জামালপুর ২ নং অঞ্চলের অরূপ বাগ (৪১) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাজপড়ে মারা যান। এছাড়াও জারগ্রাম অঞ্চলের গুড়েঘর গ্রামের রঞ্জিত গোয়ালা উনিও মাঠ থেকে বাড়ি ফেরার পথেই বাজ পড়ে মারা যান। একই দিনে চারজনের বজ্রাঘাতে মৃত্যুতে জামালপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




Post a Comment

0 Comments