মৃত শ্রমিকদের পরিবারের পাশে মন্ত্রী মলয় ঘটক
কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে সেইলের ইসকো কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃত দুই শ্রমিকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই দুই পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই চেক তুলে দেওয়া হয়েছে। মৃত শ্রমিকদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। তাছাড়া এতবড় একটি কারখানায় এই ধরনের ঘটনা কিভাবে ঘটে সেবিষয়েও তদন্তের আশ্বাস দেন তিনি। তিনি বলেন, যেসকল কারখানায় সেফটি বলে কিছু নেই সব কারখানা গুলোকেই নির্দেশ দেওয়া হবে যাতে করে সকল কর্মচারীদের সুরক্ষার বাবস্থা করেন।