Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, ডুবে গেল পিকআপ ভ্যান


 

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, ডুবে গেল পিকআপ ভ্যান



কাজল মিত্র, আসানসোল : প্রচন্ড দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠেগেছিল। একটু বৃষ্টির জন্য হাহাকার উঠেছিল চারিদিকে। অবশেষে সবার প্রার্থনার পর রাজ্যে নামলো বৃষ্টি। গরমের তাপপ্রবাহ থেকে মুক্তি পেলেও নতুন সমস্যায় জর্জরিত শিল্পাঞ্চলের মানুষ। বিগত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে বাড়ী ভেঙ্গেছে, কূয়ো মাটির তলায় ঢুকে গেছে, কয়লাঞ্চলে বিভিন্ন এলাকায় ধসের আতঙ্ক ছড়িয়েছে। আসানসোল পৌরনিগমের ৫৭ নং ওয়ার্ডে বরাচক গ্রামে যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। জলমগ্ন হয়ে রাস্তায় তৈরী হয়েছে বিশাল গর্ত। একটা পিকআপ ভ্যান বৃহস্পতিবার সকালে গ্রামে ঢুকতে গিয়ে বৃষ্টির জলের জন্য রাস্তায় তৈরী হওয়া গর্তের মধ্যে ডুবে যায়, গ্রামের যুবকরা কোনরকমে গাড়িটিকে তোলার ব্যবস্থা করে।




 রাস্তায় মোটরসাইকেল করে পারাপার করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আসানসোল পৌরনিগমে খবর দিলেও রাস্তা মেরামতের জন্য কেউ না আসাতে গ্রামবাসীরা নিজে থেকে রাস্তায় বোল্ডার, বড় ইঁটের চাঁই ফেলে গর্তগুলো ভরাট করে যাতায়াতের রাস্তা তৈরী করছে। স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে। গ্রামে যাতায়াতের প্রধান রাস্তা তাড়াতাড়ি সংস্কার করা হোক। গ্রামে কেউ রাত্রে অসুস্থ হয়ে গেলে জল পেরিয়ে আসা তাদের পক্ষে দুঃসাধ্য।