বিশ্বে প্রথম পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিশ্বে প্রথম পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড


 

বিশ্বে প্রথম পশ্চিমবঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ছেলেমেয়েদের পড়াশোনার খরচের জন্য বাবা মায়েদের আর চিন্তা করতে হবে না। ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন নতুন প্রকল্প। বুধবার উদ্বোধন করলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কীম। 




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কীমের উদ্বোধন করে বলেন, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ। তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে আমাদের এই প্রকল্প। এর আগে অনেক প্রকল্প নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার চালু করা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সারা বিশ্বে এই ধরনের প্রকল্প প্রথম। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্রছাত্রীরা।প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্যও ঋণ পাওয়া যাবে। লেখাপড়ার যাবতীয় খরচের জন্য এই প্রকল্প থেকে ঋণ পাওয়া যাবে। ৪০ বছর বয়স পর্যন্ত পড়ুয়ারা এই সুযোগ পাবে। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মেয়াদ ১৫ বছর। ১৫ বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আবেদন করা যাবে। আবেদন করলে এই কার্ড পাবে পড়ুয়ারা। কোঅর্ডিনেশন করতে হবে শিক্ষা দফতরকে। যাতে করে মিস ইউজ না হয় কার্ডের। স্টুডেন্টরা যেন হয়রানির শিকার না হয়।





Post a Comment

0 Comments