Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিনামূল্যে চাষিদের বীজ ধান


 

বিনামূল্যে চাষিদের বীজ ধান 


অতনু হাজরা, জামালপুর : বর্ষার শুরুতেই চাষীদের বীজ ধান দেওয়া শুরু হলো। আত্মা প্রকল্পে এই বীজ ধান দেওয়া শুরু হয়েছে। আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক সহ কৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে ১০০ জন চাষির হাতে এই বীজ ধান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা আত্মা কমিটির চেয়ারম্যান ডাঃ প্রতাপ রক্ষিত, কমিটির সদস্য জয়দেব দাস সহ অন্যান্যরা। বিধায়ক অলক কুমার মাঝি বলেন রাজ্য সরকার সব সময়ই কৃষকদের পাশে থাকেন। তাই কৃষকদের জন্যও তিনি চালু করেছেন কৃষকবন্ধু প্রকল্প।ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করে গতকালই কৃষকবন্ধু নতুন প্রকল্পে টাকা দ্বিগুন করেছেন। কৃষকরাই হলেন অন্নদাতা। 



মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করে দেখান। তাঁর দেওয়া কথা অনুযায়ী কৃষকবন্ধু প্রকল্পে কৃষকদের টাকা দ্বিগুন করে দিয়েছেন। সারা বছরই কৃষকদের নানা ভাবে চাষে সাহায্য করা হয়। 

ব্লক সহ কৃষি অধিকর্তা সঞ্জিবুল ইসলাম জানান, আজ ১০০ জন চাষির হাতে ধান বীজ তুলে দেওয়া হলো। পরে এই ধান শোধন করার ওষুধ ও সার সহ অন্যান্য জিনিস পত্র দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এই বীজ ধান পেয়ে খুশি চাষীরা।