Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্প্রীতির বার্তায় রক্তদান শিবির


 

সম্প্রীতির বার্তায় রক্তদান শিবির


অতনু ঘোষ, মেমারি : "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার মেমারি সম্মিলনী ক্লাবের উদ‍্যোগে ও কলকাতার অশোক ল‍্যাবরেটরিজের সহযোগিতায় করোনা বিধি কে মান্যতা দিয়ে মেমারি শহরের সুলতানপুরে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মেমারি সম্মিলনী সারা বছরই কিছু না কিছু সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং প্রতি বছরই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। 




এ বছর তাদের রক্তদান শিবির সপ্তম বর্ষে পদার্পণ করল। আজকের এই রক্তদান শিবির থেকে এক সম্প্রীতির বার্তাও দেওয়া হলো। আজকের এই রক্তদান শিবিরের প্রথম রক্তদাতা একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা যখন রক্ত দিচ্ছেন ঠিক সেই সময় তার পাশে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গেল মুসলমান ধর্ম গুরু কে। এই ছবি দেখে এটা প্রমাণিত যে, 'মেমারি সম্মিলনী' ক্লাব আজকের এই রক্তদান শিবির আয়োজন করে শুধুমাত্র রক্তের ঘাটতি মেটাবার চেষ্টাই করেনি তার সাথে সাথে এক সম্প্রীতির বার্তা দিয়েছে সাধারণ মানুষকে। 




এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিত‍্যানন্দ ব‍্যানার্জী, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, সংখ‍্যা লঘু সেলের শহর সভাপতি ফারুক আব্দুল্লা, ফাত্তার কয়াল, মেমারি ব‍্যবসায়ী সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, সমাজসেবী তুহিন যশ, খাঁড়ো যুবক সংঘের সেখ সবুরউদ্দিন, ক্লাব সভাপতি সেখ সোভান, সম্পাদক সেখ সুরজ সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। মহিলা ও পুরুষ সহ মোট ১০০ জনের বেশি রক্তদাতা রক্তদান করেন। মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো।