Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবজাতক পৃথিবীর আলো দেখল রেলগেটে আটকে থাকা গাড়িতে

 



নবজাতক পৃথিবীর আলো দেখল রেলগেটে আটকে থাকা গাড়িতে



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট আসে, ভোট যায়। প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। যার ফলে রেলগেটে আটকে থাকা গাড়িতেই জন্ম হয় শিশুর। এমনই ঘটনা ঘটলো আজ সকালে পূর্ব বর্ধমানের তালিত রেলগেটে। এদিন পিলখুড়ি গ্রাম থেকে এক প্রসূতিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। তালিত রেলগেটে আটকে পড়ে তাদের গাড়ি। দীর্ঘক্ষণ রেলগেটটি বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন প্রসূতির আত্মীয়রা। এর মধ্যেই মন্দিরা দাসের প্রসববেদনা ওঠে। খুবই অসুবিধায় পড়তে হয় তাদের। অবশেষে তাদের চারচাকা গাড়ির ভিতরেই প্রসব হয়। গাড়ির ভিতরেই নবজাতক পৃথিবীর আলো দেখল। মন্দিরার বিয়ে হয়েছে বর্ধমানের তিনকোনিয়ার বিজয় দাসের সঙ্গে। এটি তাদের দ্বিতীয় সন্তান।।স্থানীয়রা জানান, তালিত রেলগেটের সমস্যা নিত্যদিনের। প্রায়ই যানজটের সৃষ্টি হয় বর্ধমান বোলপুর এন এইচ ২বি সড়কের এই ব্যস্ত রেলগেটে। এখানে ফ্লাইওভার হবার কথা রয়েছে অনেকদিন ধরেই। আজও এই নিত্য যন্ত্রণার সমাধান হয়নি। তীব্র ক্ষোভের সঙ্গেই কথাগুলো বলেন স্থানীয় মানুষজন।