Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

নবজাতক পৃথিবীর আলো দেখল রেলগেটে আটকে থাকা গাড়িতে

 



নবজাতক পৃথিবীর আলো দেখল রেলগেটে আটকে থাকা গাড়িতে



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট আসে, ভোট যায়। প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। যার ফলে রেলগেটে আটকে থাকা গাড়িতেই জন্ম হয় শিশুর। এমনই ঘটনা ঘটলো আজ সকালে পূর্ব বর্ধমানের তালিত রেলগেটে। এদিন পিলখুড়ি গ্রাম থেকে এক প্রসূতিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। তালিত রেলগেটে আটকে পড়ে তাদের গাড়ি। দীর্ঘক্ষণ রেলগেটটি বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন প্রসূতির আত্মীয়রা। এর মধ্যেই মন্দিরা দাসের প্রসববেদনা ওঠে। খুবই অসুবিধায় পড়তে হয় তাদের। অবশেষে তাদের চারচাকা গাড়ির ভিতরেই প্রসব হয়। গাড়ির ভিতরেই নবজাতক পৃথিবীর আলো দেখল। মন্দিরার বিয়ে হয়েছে বর্ধমানের তিনকোনিয়ার বিজয় দাসের সঙ্গে। এটি তাদের দ্বিতীয় সন্তান।।স্থানীয়রা জানান, তালিত রেলগেটের সমস্যা নিত্যদিনের। প্রায়ই যানজটের সৃষ্টি হয় বর্ধমান বোলপুর এন এইচ ২বি সড়কের এই ব্যস্ত রেলগেটে। এখানে ফ্লাইওভার হবার কথা রয়েছে অনেকদিন ধরেই। আজও এই নিত্য যন্ত্রণার সমাধান হয়নি। তীব্র ক্ষোভের সঙ্গেই কথাগুলো বলেন স্থানীয় মানুষজন।