বাজ পড়ে বালিকার মৃত্যু
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাজ পড়ে দশ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। শনিবার বাজ পড়ে ৪ জন মারা যাওয়ার পর আজ আরও একটি মৃত্যুর খবরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। জানা গেছে, জামালপুরের জোৎশ্রীরাম অঞ্চলের মাঠশিয়ালী গ্রামে চাষের জমিতে মেয়েটি খেলা করছিল। অকস্মাৎ বাজ পড়ে মারা যায়। মৃত বালিকার নাম মন্দিরা পাকড়ে (১০)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।