ভালোবাসার রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ভালোবাসার রক্তদান শিবির


 

ভালোবাসার রক্তদান শিবির


সেখ সামসুদ্দিন, মেমারি : 'রক্তের অভাবে হারাবো না কোনো প্রাণ, আমাদের মাঝে আছে ভালবাসা অফুরান'। এই স্লোগানকে সামনে রেখে মেমারি ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তত্বাবধানে বিজুর ১ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিজুর হাটতলায় একটি রক্তদান শিবির হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের সহযোগিতায় ৪ জন মহিলা সহ ৫১ জন রক্ত দেন। প্রত্যেক রক্তদাতার হাতে মাস্ক স‍্যানিটাইজার সহ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের মেমারি ২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুরমু, সহ-সভাপতি অমর সাহা, যুব তৃণমূলের ব্লক সভাপতি হিমাদ্রী মন্ডল সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।




Post a Comment

0 Comments