Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভালোবাসার রক্তদান শিবির


 

ভালোবাসার রক্তদান শিবির


সেখ সামসুদ্দিন, মেমারি : 'রক্তের অভাবে হারাবো না কোনো প্রাণ, আমাদের মাঝে আছে ভালবাসা অফুরান'। এই স্লোগানকে সামনে রেখে মেমারি ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তত্বাবধানে বিজুর ১ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিজুর হাটতলায় একটি রক্তদান শিবির হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের সহযোগিতায় ৪ জন মহিলা সহ ৫১ জন রক্ত দেন। প্রত্যেক রক্তদাতার হাতে মাস্ক স‍্যানিটাইজার সহ একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। 


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ বাগবুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের মেমারি ২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুরমু, সহ-সভাপতি অমর সাহা, যুব তৃণমূলের ব্লক সভাপতি হিমাদ্রী মন্ডল সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।