পানাগড়ে বেহাল দশায় ২নং জাতীয় সড়কের বাইপাস সার্ভিস রোড
কাজল মিত্র, কাঁকসা : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পানাগড়ে ২নং জাতীয় সড়কের বাইপাস সার্ভিস রোড। এই বাইপাসের সার্ভিস রোডে প্রায় দিন দুর্ঘটনা ঘটছে। এই সার্ভিস রোডের উপর খানা খন্দে ভরে গেছে। যার ফলে প্রায় দিনই সার্ভিস রোডের উপর যানবাহন বিকল হয়ে পড়ছে। তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব বহুবার বাইপাসের এই সার্ভিস রোড মেরামতের দাবি জানিয়েছে, কিন্তু কিছু লাভ হয়নি। কাঁকসা ব্লক তৃণমূলের বক্তব্য তারা এবার বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন।
তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার আবেদন করেছেন। কিন্তু কোন কাজ হয়নি। যেহেতু লকডাউন চলছে তাই এই বিষয়ে তারা কোনরকম আন্দোলন করতে পারছেন না। তবে লকডাউন ওঠার পরেই বৃহত্তর আন্দোলন শুরু করবেন।