স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধনা দিল নবনির্বাচিত বিধায়ক-কে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধনা দিল নবনির্বাচিত বিধায়ক-কে


 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধনা দিল নবনির্বাচিত বিধায়ক-কে


অতনু হাজরা, জামালপুর : স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধিত করলো জামালপুরের নব নির্বাচিত বিধায়ক আলোক কুমার মাঝিকে। জামালপুরের ১৩ টি সংঘের মহিলারা প্রতিনিধিত্বমূলক ভাবে জামালপুর পঞ্চায়েত সমিতির অফিসে এসে ফুলের মালা পরিয়ে ও মিষ্টির প্যাকেট দিয়ে তাঁরা অলক কুমার মাঝিকে সম্বর্ধিত করেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক-কেও তাঁরা সম্বর্ধনা দেন। সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেত্রী ঝর্ণা শেখ সহ অন্যান্য সদস্যরা। 

বিধায়ক অলক মাঝি তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, এবারে তৃণমূল সরকার গঠন হতে মহিলারা এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মহিলাদের স্বয়ং সম্পুর্ন করার জন্য গোষ্ঠীগুলোর উপর জোর দিয়েছেন। গোষ্ঠীগুলো ঋণ নিয়ে মহিলাদের স্বনির্ভর করতে পারছেন। মেহেমুদ খান বলেন অলক মাঝি'র জয়লাভের পিছনে জামালপুর ব্লকের এই সংঘের মহিলাদের যথেষ্ট অবদান আছে।তিনি সকলকে ধন্যবাদ জানান।




Post a Comment

0 Comments