Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধনা দিল নবনির্বাচিত বিধায়ক-কে


 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধনা দিল নবনির্বাচিত বিধায়ক-কে


অতনু হাজরা, জামালপুর : স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সম্বর্ধিত করলো জামালপুরের নব নির্বাচিত বিধায়ক আলোক কুমার মাঝিকে। জামালপুরের ১৩ টি সংঘের মহিলারা প্রতিনিধিত্বমূলক ভাবে জামালপুর পঞ্চায়েত সমিতির অফিসে এসে ফুলের মালা পরিয়ে ও মিষ্টির প্যাকেট দিয়ে তাঁরা অলক কুমার মাঝিকে সম্বর্ধিত করেন। এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক-কেও তাঁরা সম্বর্ধনা দেন। সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নেত্রী ঝর্ণা শেখ সহ অন্যান্য সদস্যরা। 

বিধায়ক অলক মাঝি তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, এবারে তৃণমূল সরকার গঠন হতে মহিলারা এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মহিলাদের স্বয়ং সম্পুর্ন করার জন্য গোষ্ঠীগুলোর উপর জোর দিয়েছেন। গোষ্ঠীগুলো ঋণ নিয়ে মহিলাদের স্বনির্ভর করতে পারছেন। মেহেমুদ খান বলেন অলক মাঝি'র জয়লাভের পিছনে জামালপুর ব্লকের এই সংঘের মহিলাদের যথেষ্ট অবদান আছে।তিনি সকলকে ধন্যবাদ জানান।