Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য দিবালোকে বালি লুঠ চলছে, রাজস্ব ক্ষতি


 

প্রকাশ্য দিবালোকে বালি লুঠ চলছে, রাজস্ব ক্ষতি


নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম : ইজারাদারকে অন্ধকারে রেখে পুলিশ- প্রশাসনের একাংশের মদতে বালি লুট হচ্ছে সাঁতলার অজয়ঘাটে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরব ইজারদার তথা আউশগ্রামের তৃণমূল নেতা সেখ আব্দুল লালন।

আউশগ্রামের অজয় বালি ঘাটের ইজারদার পূর্ব বর্ধমানের জেলা শাসককের কাছে, লিখিত অভিযোগ করেছেন। বালিঘাটের ইজারদার তথা তৃণমূল নেতা সেখ আব্দুল লালন অভিযোগ বলেন, "আউশগ্রামের সাঁতলার অজয় নদীতে আমার একটি বৈধ বালিঘাট রয়েছে। করোনা কালে, সরকারি লকডাউনের বিধি মেনে আমি সেই ঘাট থেকে বালি তোলা বন্ধ রেখেছি। এদিকে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নজরে সেই ঘাট থেকে, লকডাউনের সময়ই একদল অসাধু ব্যবসায়ী বেআইনি ভাবে বালি লুট করছে।" তিনি আরও বলেন, একাধিক বার প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরফলে তিনি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরকারেরও রাজস্ব ক্ষতি হচ্ছে। তিনি আরও একবার অবৈধ ভাবে বালি তোলার বিষয়ে ছবি সহ পূর্ব বর্ধমানের জেলা শাসককের কাছে ই-মেলে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে অভিযোগ করেছেন।


 সেই অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, বিএলআরও- আউশগ্রাম ২, আই সি আউশগ্রাম ও আইসি ছোড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আধিকারিকের কাছেও। সকলেই অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।