Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব পরিবেশ দিবসে অনলাইন অঙ্কন প্রতিযোগিতা


 

বিশ্ব পরিবেশ দিবসে অনলাইন অঙ্কন প্রতিযোগিতা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব পরিবেশ দিবস পালন করলো 'বর্ধমান সহযোদ্ধা' স্বেচ্ছাসেবী এই সংস্থা বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অনলাইন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে আসামের রিক্তা মালাকার। নর্থ পয়েন্ট ইংলিশ হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

যুগ্ম দ্বিতীয় হয়েছে বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুচিন্তা বিশ্বাস। এবং পশ্চিম মেদিনীপুরের কেপুট বোর্ড প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী গৌরী সাও।

যুগ্ম তৃতীয় হয়েছে বর্ধমান বিবেকানন্দ একাডেমীর চতুর্থ শ্রেণীর ছাত্রী দেবাংশী দাস। এবং নারায়ণা গ্রুপ অফ স্কুল কলকাতা, চতুর্থ শ্রেণির ছাত্রী শ্রী দাস। বাঁকুড়ার সোনামুখী কুমারব্রত মেমোরিয়াল কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মেঘলা কর্মকার। পঞ্চম হয়েছে অঙ্কুশ জানা। পশ্চিম মেদিনীপুরের ফরিদপুর এসপিএল প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। যুগ্ম ষষ্ঠ স্থান পেয়েছে স্বামী বিবেকানন্দ একাডেমীর প্রথম শ্রেণির অরিন পাল। এবং বর্ধমান সিএমএস হাই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র অহনজিত বসু।




বর্ধমান সহযোদ্ধা'র পক্ষ থেকে ডাঃ মেহেবুব হাসান, কৌশিক সিনহা, সুচিত্রা মাল জানান, বিশ্ব পরিবেশ দিবসে তারা বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ান দিঘি, হাটু দেওয়ান এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপন করেছেন।