Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রুখতে রেলের কর্মসূচি


 

লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রুখতে রেলের কর্মসূচি


সেখ সামসুদ্দিন, মেমারি : 'জীবন সময়ের থেকে দামী'। এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ পালন করছে পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন সেফটি বিভাগ। বৃহস্পতিবার মেমারি বাজার ও জি টি রোডের উপর দু'টি রেলগেটে সচেতনতার প্রচার করা হয়। পাশাপাশি মানুষের হাতে হ‍্যান্ডবিল দিয়ে বোঝানো হয় কি করবেন এবং কি করবেন না। 




এছাড়া ছোট প্রশ্নের মাধ্যমে ক্যুইজ কন্টেস্ট করা হয় ও সঠিক উত্তরদাতার হাতে উপহারস্বরূপ একটি করে পেন দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের সিনিয়র সেফটি অফিসার সুমিত কুমার হাজরা, সেফটি কাউন্সিলর, স্টেশন মাস্টার সহ অন্যান্য আধিকারিকরা। এ পযর্ন্ত ৩১টি লেভেল ক্রসিংয়ে অনুষ্ঠান করে দশ হাজার মানুষকে সচেতন করা হয় বলে বিভাগীয় সূত্রে জানা যায়।