লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রুখতে রেলের কর্মসূচি
সেখ সামসুদ্দিন, মেমারি : 'জীবন সময়ের থেকে দামী'। এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা সপ্তাহ পালন করছে পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন সেফটি বিভাগ। বৃহস্পতিবার মেমারি বাজার ও জি টি রোডের উপর দু'টি রেলগেটে সচেতনতার প্রচার করা হয়। পাশাপাশি মানুষের হাতে হ্যান্ডবিল দিয়ে বোঝানো হয় কি করবেন এবং কি করবেন না।
এছাড়া ছোট প্রশ্নের মাধ্যমে ক্যুইজ কন্টেস্ট করা হয় ও সঠিক উত্তরদাতার হাতে উপহারস্বরূপ একটি করে পেন দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের সিনিয়র সেফটি অফিসার সুমিত কুমার হাজরা, সেফটি কাউন্সিলর, স্টেশন মাস্টার সহ অন্যান্য আধিকারিকরা। এ পযর্ন্ত ৩১টি লেভেল ক্রসিংয়ে অনুষ্ঠান করে দশ হাজার মানুষকে সচেতন করা হয় বলে বিভাগীয় সূত্রে জানা যায়।