Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পার্শ্ব শিক্ষক নেতার চিঠির প্রাপ্তি স্বীকার মুখ্যমন্ত্রীর


 

পার্শ্ব শিক্ষক নেতার চিঠির প্রাপ্তি স্বীকার মুখ্যমন্ত্রীর


অতনু হাজরা : রাজ্যে বিধানসভা নির্বাচনে ২১৩ টি আসনে জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে আসীন। তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন জননেত্রী তথা বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়।স্বভাবতই প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। এই জয়লাভের পর তাঁকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সহসভাপতি জীবন কুমার দাস। সেই শুভেচ্ছা বার্তা তিনি গ্রহণ করে জীবনবাবুকে তার প্রাপ্তি স্বীকার করে চিঠি দেন।তাতে তিনি জীবনবাবুর মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান। এই জয়কে মা- মাটি- মানুষের জয় বলে উল্লেখ করেছেন। এই চিঠি প্রাপ্তির বার্তা দেখে আশায় বুক বাঁধছেন রাজ্যের পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা। সকলেই আশাবাদী তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের হাত ধরেই তাঁদের সুদিন আসবে।