চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ইফতার পার্টি


 

ইফতার পার্টি


সেখ সামসুদ্দিন : মেমারি থানার বাগিলা অঞ্চলে আজ একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। করোনা স্বাস্থ্য বিধি মেনেই ইফতারে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জীর উদ‍্যোগে এই ইফতার পার্টির আয়োজিত হয়। পঞ্চাশ জনের মধ‍্যে সীমাবদ্ধ রেখে দলীয় কর্মীদের নিয়ে ইফতার করা হয়। 




উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সাধারণ সম্পাদক নিত‍্যানন্দ ব‍্যানার্জী, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, শিক্ষক সংগঠনের সদস‍্য মৃন্ময় ঘোষ, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, অঞ্চল সংখ‍্যালঘু সভাপতিগণ সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এখান থেকেই সম্প্রীতির বার্তা, শান্তির বার্তা ও করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।




Post a Comment

0 Comments