Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় মন্ত্রীত্ব পেয়েছেন যারা


 

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় মন্ত্রীত্ব পেয়েছেন যারা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের মন্ত্রিসভার সদস্যরা আগামীকালই শপথ নেবেন। রাজ্যের তথ্য দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীর তালিকায় রয়েছেন ২৪ জন মন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন ১০ জন। এছাড়া প্রতিমন্ত্রী থাকছেন ৯ জন। 

তথ্য দপ্তর সূত্রে জানা গেছে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানুষ রঞ্জন ভূঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, ডাঃ শশী পাঁজা, মহঃ গোলাম রাব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লাহ চৌধুরি।

পূর্ণ দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যা রানী টুডু, বুলু চিক বারিক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

এছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে থাকছেন দিলীপ মন্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ চন্দ্র অধিকারী ও মনোজ তিওয়ারি। 

আগামীকাল সকাল ১০ টা ৪৫ এর মধ্যে সকলকেই রাজভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।