Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি চক্রের হদিশ : উদ্ধার ৪৭টি সিলিন্ডার


 

অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি চক্রের হদিশ : উদ্ধার ৪৭টি সিলিন্ডার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অক্সিজেনের কালোবাজারি রুখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তৎপর রয়েছে। ১৬ মে মেমারি থানা এলাকার পাহারহাটী অঞ্চল থেকে এক ব্যাক্তি কে বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১০টি সিলিন্ডার ও বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী কালে আদালতের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জোরদার তদন্তে নামে। শেষ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার কালোবাজারী নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে আজ মেমারী থানার পুলিশ পাহারহাটী এলাকায় ফের অভিযান চালিয়ে ৪৭টি বেআইনি ভাবে মজুত করে রাখা অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে।