অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি চক্রের হদিশ : উদ্ধার ৪৭টি সিলিন্ডার
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অক্সিজেনের কালোবাজারি রুখতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ তৎপর রয়েছে। ১৬ মে মেমারি থানা এলাকার পাহারহাটী অঞ্চল থেকে এক ব্যাক্তি কে বেআইনি ভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১০টি সিলিন্ডার ও বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী কালে আদালতের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জোরদার তদন্তে নামে। শেষ পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার কালোবাজারী নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে আজ মেমারী থানার পুলিশ পাহারহাটী এলাকায় ফের অভিযান চালিয়ে ৪৭টি বেআইনি ভাবে মজুত করে রাখা অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে।