মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
অতনু হাজরা : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের উৎকণ্ঠার অবসান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান জুলাই মাসের শেষে উচ্চ মাধ্যমিক ও আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পরীক্ষা। তবে সে ক্ষেত্রে দুটি পরীক্ষাই হবে মাত্র দেড় ঘন্টার। ছাত্র ছাত্রীরা দুটি পরীক্ষাই নিজের স্কুলে বসেই দিতে পারবে। মাত্র দেড় ঘন্টা পরীক্ষা ? তবে কী শর্ট কোশ্চেনেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ? ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে ছাত্র ছাত্রীদের। প্রসঙ্গত করোনা অতিমারীর কারণে স্থগিত রাখা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শীঘ্রই শিক্ষা দপ্তর পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে বলে জানা গেছে।