বিশ্ব রেডক্রস দিবস উদযাপন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ বিশ্ব রেডক্রস দিবস। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট এর জন্মদিনকেই রেডক্রস দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। শনিবার ভারতীয় রেডক্রস এর পূর্ব বর্ধমান জেলা শাখা এই দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সকালে পতাকা উত্তোলনের পর রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট এর মূর্তিতে মাল্যদান করেন রেডক্রসের পূর্ব বর্ধমান জেলা শাখার সম্পাদক রাজকুমার সাহানা।
কোভিড স্বাস্থ্যবিধি মেনে এদিন ছোট্ট অনুষ্ঠান হয়। করোনা সচেতনতার বার্তা দেওয়ার সঙ্গে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রেডক্রসের আজীবন সদস্য, কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।