Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিম বর্ধমানে রক্ত-সংকট মেটাতে কাঁকসায় রক্তদান শিবির


 

পশ্চিম বর্ধমানে রক্ত-সংকট মেটাতে কাঁকসায় রক্তদান শিবির


রাধামাধব মণ্ডল : কাঁকসার ডাঙ্গাল গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন। করলো 'ডাঙ্গাল দুর্গামাতা সংঘ'। ডাঙ্গাল বসুধা প্রাথমিক বিদ্যালয়ে শনিবার দুর্গাপুর ব্লাড ডোনেশন  ফোরাম এর সহযোগিতায় শিবিরটি হয়। ডাঙ্গাল গ্রামের যুবক যুবতীরা কোভিড বিধি মেনে এদিনের রক্তদান শিবিরে এসে রক্তদান করে যায়। রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। কোভিড অতিমারি পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানে হঠাৎ তৈরি হওয়া রক্ত-সংকট মেটাতে এই আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা।




ক্লাবের সম্পাদক বৃন্দাবন দাস জানান, "গ্রামের ৩২ জনের মতো রক্তদাতা এদিন রক্তদান উৎসবে এসে সামিল হয়। বেশি লোকসমাগম করা হয়নি কারণ এটি মহামারি আইনের পরিপন্থী।" সেই সঙ্গে গ্রামের দুর্গামাতা সংঘের সম্পাদক আরও জানান, আগামীতে রক্ত সংকট মেটাতে আরও ক্যাম্প করা হবে। সেই সঙ্গে কোভিড সচেতনতা শিবির করার ভাবনায় রয়েছি আমরা।

এলাকায় কোভিড আক্রান্ত হলে তাদের চিকিৎসায় এই ক্লাবের সম্পাদকের বিশেষ ভূমিকা রয়েছে। স্থানীয়সুত্রে খবর, এলাকার বহু মানুষের চিকিৎসায় তিনি দিনরাত কাজ করে চলেছেন। বৃন্দাবন বাবুর বক্তব্য এলাকায় একটি অক্সিজেন পার্লার করার চেষ্টায় রয়েছি।