Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আবার মানবিকতা দেখালো তৃণমূল কংগ্রেস


 

আবার মানবিকতা দেখালো তৃণমূল কংগ্রেস


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীদের দায়িত্ব নিয়ে ঘরে ফিরিয়ে দিতে হবে। সেই মোতাবেক লকডাউন শুরু হবার আগের দিনই জামালপুরে ৪৫০ জন ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ জামালপুরের ১ নং পঞ্চায়েতের অন্তর্গত সেলিমাবাদ গ্রামের বিজেপি কর্মী তাপস মিস্ত্রি ভোটের ফল বেরুবার পর আতঙ্কে ঘর ছেড়ে চলে যান। তাঁর স্ত্রী ও ছেলে ঘরে রয়েছেন। এই মুহূর্তে তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁরা ঠিকমত খেতে পারছেন না। তাঁরা তাঁদের দুরবস্থার কথা জানিয়ে যোগাযোগ করেন ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা যুব তৃনমূলের জেলা সহ-সভাপতি সাহাবুদ্দিন মন্ডলের সাথে। আজ সাহাবুদ্দিনবাবু নিজে ওই বিজেপি কর্মীর পরিবারের পাশে গিয়ে দাঁড়ান। আজ তিনি ওই পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে আসেন।

 তিনি জানান মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তিনি বার বার অসহায় সকলের পাশে দাঁড়াতে বলেন সেই জন্যই আজ তিনি এই বিজেপি কর্মী তাপস মিস্ত্রির পরিবার যারা খুবই অসুবিধার মধ্য আছেন তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।