নন্দীগ্রামে বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, কারচুপির অভিযোগ
ডিজিটাল ডেস্ক রিপোর্ট,সংবাদ প্রভাতী : সব জল্পনা কল্পনার অবসান। নন্দীগ্রামে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ১৭ রাউন্ড শেষে ১২০০ ভোটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পোষ্টাল ভোটে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী ১ হাজার ৯৫৩ ভোটে বিজয়ী হয়েছেন। যদিও গোটা বাংলা জুড়ে ঘাস ফুলের দাপটে ছারখার গেরুয়া শিবির। ২০১৬ সালের থেকে বেশি আসনে জয়ী হয়ে হ্যাট্রিক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যদিও নন্দীগ্রামে ফল ঘোষণায় কারচুপির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সরকারি ভাবে ফল ঘোষণা স্থগিত, পুনর্গণনা হতে পারে বলে জানা গেছে।