Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অতিমারি আবহে আসছে রাধামাধব এর "বাঁকবদল"


 


অতিমারি আবহে আসছে রাধামাধব এর "বাঁকবদল"



🟣 অভিজিৎ মণ্ডল, কলকাতা



➡️ করোনা অতিমারি আবহে প্রকাশিত হতে চলেছে বিশিষ্ট লেখক রাধামাধব মণ্ডলের নতুন গল্পগ্রন্থ "বাঁকবদল "। প্রায় কুড়িটা গল্পের সংকলন এই বইটি। প্রত্যেকটি গল্পই জীবন থেকে নেওয়া। প্রকাশক 'খোয়াই পাবলিশিং হাউস'। নতুন গল্প সংকলনটি রাধামাধবের অন্যান্য বইয়ের মতোই জনপ্রিয় হবে এমনটাই আশা করছেন তার পাঠকরা। ইতিমধ্যেই বইটির বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এই অন্ধকার সময়েও, জনপ্রিয় এই তরুণ লেখকের বই ঘিরেও তৈরি হয়েছে বাড়তি উম্মাদনা।




যদিও এবিষয়ে জিজ্ঞেস করা হলে, লেখক প্রকাশক কেউই তেমন ভাবে মুখ খুলতে চায়নি। খোয়াই পাবলিশিং হাউসের পেজে ইতিমধ্যেই নতুন বইয়ের প্রচ্ছদ দিয়ে বিজ্ঞাপন করা হয়েছে। 

প্রিয় লেখকের পেজেও প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটি। জানা গেছে লকডাউন উঠলেই বাজারে পাওয়া যাবে গল্প সংকলন "বাঁকবদল"। গল্পগ্রন্থের প্রত্যকটি গল্পই একটি অপরটির থেকে আলাদা। খোয়াই প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি জনপ্রিয় গল্পও ঠাঁই পেয়েছে এই গ্রন্থে।