Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইনে অনাড়ম্বর কবি প্রণাম


 


অনলাইনে অনাড়ম্বর কবি প্রণাম


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হলো। জামালপুরের বনবিবিতলা হাইস্কুলে আগে থেকেই এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছিল। ছাত্র ছাত্রীরা নিজেদের পাঠ করা আবৃত্তি, নিজেদের গাওয়া গান, নাচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক- শিক্ষিকাদের মোবাইলে পাঠিয়ে দেয়। সে গুলোকে নিয়েই আজ অনলাইন বা ভার্চুয়াল অনুষ্ঠান করা হলো বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান। তিনি আরো বলেন করোনা পরিস্থিতিতে এখনো যে বিদ্যালয় বন্ধ রয়েছে কিন্তু পঠন পাঠন তাঁরা নিয়মিত অনলাইনে চালিয়ে যাচ্ছেন। এজন্য বিদ্যালয়ের নির্দিষ্ট গ্রুপ ও ফেসবুক পেজের সাহায্যে করানো হচ্ছে। তিনি আরো বলেন, গত বছর থেকেই বিভিন্ন মনীষীদের জন্মদিবস বা অন্যান্য অনুষ্ঠান তাঁরা নিয়মিত ভাবে করে আসছেন। এজন্য তিনি তাঁর বিদ্যালয়ের সহ শিক্ষকদের ধন্যবাদ জানান। ছাত্র ছাত্রীদের আগ্রহেরও প্রশংসা করেন তিনি।

  অন্যদিকে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠেও আজ কবিগুরুর জন্ম দিবস অনলাইনে পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র - ছাত্রীরা ও শিক্ষক- শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল জানান বিদ্যালয় বন্ধ থাকার কারণে এবারে অনলাইনেই কবিগুরুর ১৬০ জন্মবার্ষিকী পালন করা হলো।দুটি বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি।