লোকনাথ ব্রহ্মচারী'র তিরোভাব দিবসে আশ্রমে বহিরাগত ভক্তজনের জন্য সব অনুষ্ঠান বাতিল

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

লোকনাথ ব্রহ্মচারী'র তিরোভাব দিবসে আশ্রমে বহিরাগত ভক্তজনের জন্য সব অনুষ্ঠান বাতিল


 


লোকনাথ ব্রহ্মচারী'র তিরোভাব দিবসে আশ্রমে বহিরাগত ভক্তজনের জন্য সব অনুষ্ঠান বাতিল



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভগবান লোকনাথ ব্রহ্মচারী'র তিরোভাব দিবস ৩ জুন (১৯ জৈষ্ঠ্য)। ১৩১ বছর আগে এই দিনে দেহত্যাগ করেছিলেন বাবা লোকনাথ। তাই এই দিনটি ভগবান লোকনাথ ব্রহ্মচারী'র তিরোভাব দিবস হিসেবে পালন করা হয়। শহর বর্ধমানের খোসবাগানস্থিত নারকেল বাগান মোড়ে শ্রী শ্রী লোকনাথ আশ্রমে প্রতি বছর তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ লোকনাথ ব্রহ্মচারী বাবার শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য আসেন। এবছর করোনা অতিমারি সংকটে ১৯ জৈষ্ঠ্য খোসবাগানের শ্রী শ্রী লোকনাথ আশ্রমে বহিরাগত ভক্তজনের জন্য সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।




জগদগুরু লোকনাথ সঙ্ঘ (ট্রাষ্ট) এর অধ্যক্ষা তন্দ্রা রায় বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, "সমগ্র দেশ জুড়ে করোনা ভাইরাসজনিত অতিমারির সঙ্কটময় পরিস্থিতির কারণে সার্বিক জনস্বাস্থ্যের স্বার্থে ভক্তগনকে অনুরোধ করা হচ্ছে যে আগামী ১৯ জৈষ্ঠ্য ১৪২৮ অর্থাৎ ইং ৩ জুন ২০২১ বৃহস্পতিবার তারিখে ভগবান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম 'তিরোভাব দিবস' দিনটি ভক্তগণ নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রী শ্রী বাবাকে স্মরণ-মনন এবং পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আরাধনা করুন"।

এই মহামারী পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখুন, অন্যকে সুরক্ষিত থাকতে সহায়তা করুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে এটাই কামনা।





Post a Comment

0 Comments