স্টেট ব্যাঙ্কের নতুন এটিএম পরিষেবা
অতনু হাজরা, আঝাপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুরে, আঝাপুর হাই স্কুল ক্যাম্পাসে চালু হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা। প্রসঙ্গত জামালপুর ও মেমারীর মাঝে ছিল না কোনো এটিএম কাউন্টার। যার ফলে এই এলাকার মানুষদের টাকা তুলতে মেমারী যেতে হত। সেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেল।
আঝাপুর গ্রামে এটিএম পরিষেবা চালু করার জন্য এলাকাবাসীরা ব্যাঙ্ক কর্তৃপক্ষ, বিদ্যালয়ের শিক্ষক অতনু মুখার্জী ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপনবাবুকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।