চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক, ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ


 

মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক, ভোট পরবর্তী হিংসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট পরবর্তী হিংসায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দল, রঙ, জাত, ধর্ম দেখা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমরা ক্ষতিপূরণ দিতে চলেছি যাঁরা ভোটের পর হিংসার বলি হয়েছেন তাঁদের পরিবারকে। দু’‌লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক। তিনি বলেন, 'প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে সেই দুঃখ মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’‌ ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে, তারও পরিসংখ্যান দেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এখনও পর্যন্ত হিংসায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে অর্ধেক তৃণমূল কর্মী রয়েছেন। বাকি অর্ধেক বিজেপি কর্মী ও এক জন সংযুক্ত মোর্চার কর্মী। তাঁদের প্রত্যেকের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 বাংলায় ভোট পরবর্তী হিংসার তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি চার সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে। সেই বিষয়টিকে কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বিজেপি নেতারা ঘুরে বেড়াচ্ছেন এবং উসকানি দিচ্ছেন। নতুন সরকার ক্ষমতায় এসেছে ২৪ ঘন্টা হয়নি। তার মধ্যে চিঠি পাঠাচ্ছে, কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে, নেতারা আসছেন। আসলে তাঁরা মানুষের রায় মেনে নিতে রাজি নয়। আমি তাঁদের কাছে অনুরোধ করছি মানুষের রায় মেনে নিন।’‌