Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

গণনার প্রস্তুতি চূড়ান্ত, কোন ফুল বিকশিত হবে ?


 

গণনার প্রস্তুতি চূড়ান্ত, কোন ফুল বিকশিত হবে ?


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : করোনা অতিমারি পরিস্থিতির মধ্যেই রাত পোহালে পশ্চিমবঙ্গে কোন ফুল বিকশিত হবে সেই অপেক্ষায় রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ৮ দফা ভোট গ্রহণের পর আগামীকাল গণনা। উত্তেজনার পারদ চড়ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলের কর্মী থেকে নেতৃত্বের। পূর্ব বর্ধমান জেলায় পঞ্চম ও ষষ্ঠ দফায় ভোট হয়েছে। দুই দফায় পূর্ব বর্ধমানে ৩৪ লক্ষ ৫৯ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৬ টি বিধানসভা কেন্দ্রের ৮৮ জন প্রার্থীর মধ্যে প্রত্যেকে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন। রাতপোহালেই সেই প্রতিক্ষীত দিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে। ৮৮ জন থেকে ১৬ জনের কপালে শোভা পাবে জয় তিলক। পূর্ব বর্ধমান জেলায় ৪ টি গণনা কেন্দ্র থেকে ১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বর্ধমানের ইউ আই টি -তে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাতাড়, গলসি ও আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। 




বর্ধমান এম বি সি ইনস্টিটিউটে খন্ডঘোষ, রায়না, জামালপুর ও মেমারি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। কালনা কলেজে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলি দক্ষিণ ও পূর্বস্থলি উত্তর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। এছাড়া কাটোয়া কলেজে কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। প্রতিটি গণনা কেন্দ্রের স্ট্রংরুমে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ‍্যে রাখা হয়েছে ইভিএম মেশিনগুলো। স্ট্রংরুম গুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রশাসন সূত্রে জানা গেছে ভোট গননার দিন রাজনৈতিক দলের এজেন্টদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট অথবা ভ্যাকসিনের দু'টি ডোজ গ্রহণের সার্টিফিকেট থাকলে তবেই মিলবে প্রবেশের অনুমতি। গণনা কেন্দ্রের ভিতর সমস্ত আধিকারিকদেরও মেনে চলতে হবে কোভিড প্রটোকল। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য বলে নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে।




ভোট গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ‍্যে জারি থাকবে ১৪৪ ধারা। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে এ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে। সব মিলিয়ে গণনার প্রস্তুতি চূড়ান্ত।